আগরতলা : মহাসমারোহে রাজ্যের প্রতিটি স্কুল-কলেজে সরস্বতী পূজা করা হয় বুধবার।শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়,এছাড়াও রাজ্যের বিভিন্ন অফিস, আদালত, বাড়ি ঘর এবং ক্লাবে পূজা করা হয় বিদ্যাদেবীকে।মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পূজোর আনন্দে মাতল এদিন রাজ্যবাসি। এদিন সকাল থেকেই বাড়িতে, স্কুলে, আর পাড়ার ক্লাবের মণ্ডপে মণ্ডপে মন্ত্রোচ্চারণের শব্দ।ভোর থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায় সকলের মধ্যে৷ পূজো পর অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়৷বুধবার সকালে রাজধানীর বিভিন্ন স্কুলে দেখা গেল সকাল সকাল ছেলে- মেয়েরা বাহারি পোশাক পরে স্কুলে এসে পূজায় ব্যস্ত হয়ে পড়েন। পূজা শেষে অঞ্জলি নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করেন বিদ্যা- বুদ্ধি যাতে বৃদ্ধি হয়। শীত থাকলেও ক্যালেন্ডার মেনে চলে এসেছে বসন্ত। বসন্ত মানে জীবনের নতুন ছন্দ। বসন্ত মানে জীবনের নতুন রঙ। আর এই বসন্তেই হয় বাগদেবী সরস্বতীর পূজো।ছাত্রছাত্রীদের জন্য এ এক বিশেষ দিন। আর বাঙালির জন্য এ দিন প্রেমের দিন। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এদিন অনেকের জীবনে প্রথম শাড়ি পড়া, প্রথম শাড়ির কাঁচুলির আড়ালে বুকের মধ্যে অজানা আনন্দ আর ভয়। কিছুটা ভালো লাগাও। বুকের মধ্যে কিউপিডের তির।এদিন দুপুর থেকেই রাজধানীর প্রায় সব ক্যাফেটোরিয়ায় ছিল তরুণ তরুণীদের ভিড়। ভিড় ছিল বিভিন্ন পার্কেও।এদিকে পূজা শেষে রাজধানীর বিভিন্ন স্কুলে আনন্দে মেতে উঠেন পড়ুয়ারা। জ্ঞানের তালে ছাত্রীরা আনন্দে গা ভাসান।
মহাসমারোহে রাজ্যের প্রতিটি স্কুল-কলেজে সরস্বতী পূজা
192
previous post