আগরতলা : সংবাদ সংগ্রহ, পরিবেশনের পাশাপাশি নিজেদের মধ্যে খেলাধুলাও চালিয়ে যান মাঝে মধ্যে প্রেস ক্লাবের সাংবাদিক- চিত্র সাংবাদিকরা। শনিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিকরা নিজেদের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেন। শনিবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে ও স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় হয় এই প্রতিযোগিতা। এদিন রাজধানীর ভোলাগিরি মাঠে হয় ক্রীড়া আসর। সাংবাদিকদের মধ্যে ৪ টি টিম গঠন করে হয় সাড়া জাগানো ক্রিকেট আসর। এতে মহিলা সাংবাদিক- সংবাদ পাঠিকারা অংশ নেন। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যরা উপস্থিত ছিলেন।প্রেসক্লাবের ৪০ বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। ইতি মধ্যে শেষ হয়েছে মহকুমা স্তরের সাংবাদিকদের নিয়ে ক্রিকেট আসরের।প্রেস ক্লাবের সভাপতি জানান খেলাধুলার যে পরিবেশ তৈরি হয়েছে এর উত্তরোত্তর বৃদ্ধি করাই হবে আগরতলা প্রেস ক্লাবের কাজ।
আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট
156
previous post