৯ লক্ষাধিক টাকা সহ মহারাষ্ট্রের তিন নাগরিক গ্রেপ্তার

আগরতলা : ফের দূরপাল্লার ট্রেনে তল্লাশিতে মিলল সাফল্য। প্রতিদিন আগরতলা রেল স্টেশনে দূরপাল্লার ট্রেন রওয়ানা হওয়ার আগে ও স্টেশনে আসার পরে আর পি এফ ও জি আর পি তল্লাশি চালায়।প্রায়শই সাফল্য পায়। কখনও বাংলাদেশী নাগরিক, তো কখনও নেশা সামগ্রী আটক করেন তারা। এবার উদ্ধার হল ৯ লক্ষাধিক নগদ টাকা।শনিবার আগরতলা রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়াও আগে তল্লাশি চালান আর পি এফ। অভিযোগ তখনই দুইজন মহিলা সহ তিনজনকে দেখে পুলিসের সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আর পি এফ জানতে পারেন তারা মহারাষ্ট্রের নাগরিক। তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৫০০ টাকার নোটের প্রচুর বান্ডিল। এতে ছিল ৯ লাখ ৫৬ হাজার টাকা। আর পি এফ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারেন তিনদিন আগে তারা আগরতলায় এসেছে। এদিন শিয়ালদহ গিয়ে মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা। আর পি এফ একটি মামলা নিয়ে তদন্ত করছে। অন্যদিকে টাকা সহ মহারাষ্ট্রের তিন নাগরিককে আয়কর দপ্তরের হাতে তুলে দেবেন বলে জানান আগরতলা সরকারি রেল পুলিসের এক আধিকারিক। এতো টাকা তারা কোথায় থেকে নিয়ে যাচ্ছিল এবং কিসের টাকা তা এখনও জানা যায়নি। দুই দিন আগে ধর্মনগর রেল স্টেশনেও একই এক্সপ্রেস থেকে রেল পুলিস উদ্ধার করেছিল বিপুল পরিমাণ টাকা।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র