আগরতলা : রাজ্যে নারী নির্যাতন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সোমবার এই অভিযোগ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ক্রমাগত ত্রিপুরায় বাড়ছে নারী ঘটিত অপরাধ, শিশু থেকে মহিলা নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছে না বলে অভিযোগ। শুধু নারী নির্যাতন বৃদ্ধি পায়নি। বাড়বাড়ন্ত অবৈধ ড্রাগসের। যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ড্রাগসের করাল গ্রাসে। এসব বন্ধের দাবি জানিয়ে এবার রাজপথে মহিলা কংগ্রেস। সোমবার প্রদেশ মহিলা কংগ্রেসের তরফে আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে ৪ ঘণ্টার গণঅবস্থান সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ সংগঠনের নেত্রিত্ব। গণঅবস্থানে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করেন, রাজ্যে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ শাসক দলের রক্ত চক্ষুর ভয়ে পুলিস নারী নির্যাতনের মামলা নিতে অনিহা প্রকাশ করেন। নির্যাতিতা মহিলাদের নিরাপত্তা দিতে রাজ্য প্রশাসন ব্যর্থ হয়েছে। অন্যদিকে মাদক সাম্রাজ্যে পরিণত হয়েছে এই রাজ্য। এই মাদক ব্যবসায়ীরা শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে ব্যবসা স্ফিত করে চলেছে। রাজ্যে সুশাসনের নামে মাদক পাচারের করিডর তৈরি হয়েছে। এই অবস্থায় সরকারের কাছে দাবি বাস্তবের জমিতে দাঁড়িয়ে পদক্ষেপ গ্রহণ করুণ।