উমাকান্ত একাডেমীতে সেইল ফুটবল একাডেমীর বাছাই পর্ব চলে দুইদিন

আগরতলা : রাজ্যের জুনিয়র প্রতিভাবান ফুটবলারদের বাছাই করে নিয়ে যায় বার্নপুরের সেইল ফুটবল একাডেমী। সেখানে তিন বছর তাদের রেখে প্রশিক্ষণ দেওয়া হয়। ফুটবলারদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়। তারা কলকাতা প্রথম ডিভিশন লীগে খেলার সুযোগ পান। ফুটবলারদের স্টাইপেন্ড দেওয়া হয়।পরে এই ফুটবলাররা দেশের বিভিন্ন রাজ্যের হয়ে খেলার সুযোগ পায়।এবছরও একাডেমীর তিনজন নির্বাচক রাজ্যে আসেন। রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে শনি ও রবিবার চলে সিলেকশন ট্রায়াল। এতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ৮০ জন জুনিয়র ফুটবলার অংশ নেন। সেখান থেকে প্রতিভাবানদের নিয়ে যাওয়া হবে। নির্বাচক হিসেবে এসেছেন সুদীপ সরকার, রণজিৎ হালদার ও স্বরজিত সরকার।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের