ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ কি তাদের কার্যকারিতা হারাচ্ছে? শীর্ষক সেমিনার মুক্তধারায়

আগরতলা : সাধারণ মানুষই গণতন্ত্র রক্ষার অতন্দ্রী প্রহরী হিসেবে কাজ করবে,মাটি কাঁপছে,সাধারণ মানুষের বিশ্বাস, বদলাবে,কারণ মানুষ তাঁর মর্যাদা ও স্বাধীনতা থেকে বঞ্চিত’- তাই'”আজ নয় কাল,বিভাবরী সূর্য তো উঠবেই”‘।রবিবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে সারা ভারত আইনজীবী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক আলোচনা চক্রে অংশ নিয়ে এভাবেই নিজের বক্তব্য শেষ করেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র।আলোচনার বিষয়বস্তু ছিল ‘ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ কি তাদের কার্যকারিতা হারাচ্ছে? ‘।সুবক্তা বিচারপতি তলাপাত্র বলেন কঠিন বাঁকের মুখে এসে দাঁড়িয়েছে ভারতের গণতন্ত্র, সংবিধানকে প্রায় খোকলা করে ফেলা হয়েছে, গণতন্ত্রের আত্মা আজ আক্রান্ত।দ্বিধাহীন ভাবে বিচারপতি তলাপাত্র উদ্বেগ প্রকাশ করে বলেন ‘গভীর রাতে প্রবেশ করে গেছি’। তিনি বলেন অধিকার রক্ষায় তিনটি প্রধান মাধ্যম বিচারব্যবস্থা, সংসদ ও সংবাদ মাধ্যম। এই গণতন্ত্রের সংকট শুধু ভারতের নয় সারা বিশ্বের।ভারতের ভোট কঠোর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বলে অবসরপ্রাপ্ত বিচারপতি তলাপাত্র মন্তব্য করেন।তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন অর্থনীতিতে পিছিয়ে থেকে ভয়াবহ কর্মহীনতার পরিসংখ্যান চেপে যাওয়া হচ্ছে।তিনি বলেন ত্রিপুরার মানুষ একটা পরীক্ষাগারে আছেন স্বাধীনতা আন্দোলনের মত আন্দোলন কি জরুরী হয়ে পড়লো? তা নাহলে জানিনা গণতন্ত্র বাঁচবে কিনা।আইনজীবী ইউনিয়নের সভাপতি বিকাশ ভট্টাচার্য বলেন নির্বাচনকে দখলে নিতেই কি কমিশনের নিযুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের রায় মানা হয়নি? তিনি বলেন কৃষকদের আন্দোলন শিখিয়েছে কি করে লড়াই জিততে হয় তাদের দেশদ্রোহী বলেও থামানো যায় নি।তিনি বলেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ভাবনা নেই।মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিচার ব্যবস্থা দুর্বল হচ্ছে বলে মন্তব্য করে তিনি প্রশ্ন তোলেন কেন উমর খালিদ ও নিউজ ক্লিকের সম্পাদক জেলে? সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক পি ভি সুরেন্দ্র নাথ, নেতৃত্ব আইনজীবী হরিবল দেবনাথ।

Related posts

Scouts and Guides play vital role in society: CM

হিমাচল প্রদেশের দুর্যোগ মানুষদের পাশে ত্রিপুরা প্রদেশ বিজেপি

Chakma Script and Language Day to be observed on August 7: Ratan Lal Nath