মেয়রের উপস্থিতিতে রক্তদান শিবিরে ভালো সাড়া

আগরতলা : রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভার সাম্য রক্ষা করে রক্তদান শিবির ও রক্তদান উৎসব। রক্তের বিকল্প বিজ্ঞানীরা এখনও তৈরি করতে পারেননি। রক্তের বিকল্প হচ্ছে মানবতা,মানসিকতা। বৃহস্পতিবার এক রক্তদান শিবিরে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা গাউছিয়া সমিতির উদ্যোগে রাজধানীর ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এদিন হয় সাড়া জাগানো রক্তদান শিবির।শিবিরে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে সামাজিক দায়িত্ব, কর্তব্য হিসেবে গাউছিয়া সমিতি যে কাজ করে যাচ্ছেন আগামী দিনে তা আরও বেশি করে প্রসারিত হবে। তিনি আশা প্রকাশ করেন জাতি ধর্ম বরণ নির্বিশেষে সকলে যাতে এক হয়ে আমরা দেশে থাকতে পারি, একে অপরের প্রয়োজনে নিজেকে নিয়োজিত করা যায়। মানব ধর্মই হল শ্রেষ্ঠ ধর্ম।এদিন শিবিরে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী জসীম উদ্দিন, পাপিয়া দত্ত, আইনজীবী নিতাই চৌধুরী সহ সমিতির কর্মকর্তারা।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস