আগরতলা : লোকসভা নির্বাচন সামনে রেখে রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা ও কংগ্রেসের বৈঠক নিয়ে যে বিচলিত নয় শাসক দল ভারতীয় জনতা পার্টি তা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যয়ের কথায় স্পষ্ট হয়ে যায়। দুই বিরোধী দলের বৈঠক নিয়ে রবিবার সাংবাদিকরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যয়ের প্রতিক্রিয়া জানতে চান।প্রতিক্রিয়ায় রাজীব ভট্টাচার্য ২০২৩ সালের বিধানসভা নির্বাচন ও কয়েক মাস আগে দুটি উপ- নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, কত জোট আঁতাত হয়েছে, কিন্তু মানুষ তাদের স্বতঃস্ফূর্ত রায় দিয়েছেন। দুটি উপ- নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একক আধিপত্য নিয়ে জয় পেয়েছে। তিনি আরও বলেন, ত্রিপুরা প্রদেশ বিজেপি প্রস্তুত। দুই আসনেই পদ্মফুল ফুটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হবে।রাজীব ভট্টাচার্য বলেন, বিরোধী দুই দলের বৈঠক নিয়ে আরও বলেন, এতে শাসক দলের উপরে চাপের কিছু নেই। সদ্য মুখ্যমন্ত্রীর হাত ধরে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু হয়েছে। ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পাবেন সকলে। সমাজের প্রতিটি অংশের মানুষের জন্য সরকার।কেন্দ্রের সরকারও ত্রিপুরার জন্য অনেক উন্নয়ন মূলক কাজ করেছে।
তিপ্রা- কংগ্রেসের বৈঠক শাসকের উপর চাপের কিছু নেই- রাজীব
166
previous post