রাজীব- দীপকের উপস্থিতিতে ধলেশ্বর ভলকান ক্লাবে রক্তদান শিবির

আগরতলা : রক্তদানের মাধ্যমে সামাজিক কর্মসূচীতে এগিয়ে আসা ত্রিপুরায় যেন নতুন আঙ্গিনায় শুরু হয়েছে।বর্তমানে ক্লাব গুলিতে প্রতিযোগিতা শুরু হয়েছে রক্তদান, বস্ত্র দান,দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসা নিয়ে। যা কিনা আশির দশকের আগে ছিল না। করোনাকালে লকডাউন চলাকালীন দুঃস্থ পরিবার গুলির পাশে দাঁড়ানোর যে প্রয়াস বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, এনজিও নিয়েছিল সেটা ত্রিপুরা রাজ্যে সমাজ পরিবর্তনের আওয়াজ পরিলক্ষিত করা গেছে। রবিবার রাজধানীর ধলেশ্বর ভলকান ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরে একথাগুলি বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন ক্লাব প্রাঙ্গণেই হয় রক্তদান শিবির।বেশ সাড়া পড়ে শিবিরকে ঘিরে।অনুষ্ঠানে রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য, সমাজসেবী চন্দ্র শেখর দে, ক্লাবের সভাপতি বিনয় কুমার রায়, সম্পাদক সলিল ভট্টাচার্য।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের