মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী আসছেন রাজ্যে

আগরতলা : লোকসভা নির্বাচন সামনে রেখে কংগ্রেস ও তার শাখা সংগঠন কর্মসূচী নিয়ে ময়দানে নেমে পড়ছে। ৫ মার্চ রাজ্যে আসছেন দুই দিনের সফরে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লাম্বা। সফরের প্রথম দিন তিনি প্রদেশ মহিলা কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে বসবেন। লোকসভা নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ৬ মার্চ আগরতলা টাউন হলে হবে কর্মসূচীতে যোগ দেবেন। বৃহস্পতিবার একথা জানান প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী। এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে নারী ন্যায় কর্মসূচী পালন করে সংগঠন। সংগঠনের রাজ্য সভানেত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে নারী ঘটিত অপরাধের বিরুদ্ধে সচেতনতা মূলক কর্মসূচী নেওয়া হচ্ছে।তিনি বলেন, রাহুল গান্ধী ৫ টি ন্যায়ের উপরে জোর দিয়েছেন। এর মধ্যে একটি হল নারী ন্যায়। মহিলা কংগ্রেস সভানেত্রীর অভিযোগ গণতান্ত্রিক রাষ্ট্রে বিজেপি সরকারের সময়ে অধিকার খর্ব করা হচ্ছে।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী