দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী

Screenshot 2024 03 01 23 45 14 926 com.simplemobiletools.gallery.pro edit

আগরতলা : রাজ্যে দুর্ঘটনা কিছুতেই থামছে না। এ যেন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কোথা না কোথাও ঘটছে যান দুর্ঘটনা। অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রাণ। অভিযোগ অসতর্কতায় ঘটছে দুর্ঘটনা গুলি। আবার দুর্ঘটনা ঘটলো জিরানিয়া মহকুমায়। জানা গেছে তিন বন্ধু মিলে বাইকে করে মান্দাই থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। তখনই ঘটে বিপত্তি। গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে যান তারা। ঘটনায় দুইজন আহত হন। তাদের প্রথমে খেরেংবার হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে জিবিতে পাঠান। বর্তমানে দুইজনের চিকিৎসা চলছে জিবিতে। জানা গেছে একজন এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র