বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী

আগরতলা : বিধানসভার প্রথম দিনই ২০২৪-২৫ অর্থ বর্ষের জন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ২৭,৮০৪ কোটি ৬৭ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বাজেটে ঘাটতি দেখানো হয়েছে ৪১০.৬৯ কোটি টাকা ।বাজেটে আয় দেখানো হয়েছে ৩৯৩ কোটি ৯৮ লক্ষ টাকা। শুক্রবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। এবার অধিবেশন চলবে পাঁচ মার্চ পর্যন্ত। তবে অধিবেশন বসবে মাত্র তিন দিন। প্রথম দিনই অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায় ২০২৪-২৫ অর্থবছের জন্য বাজেট পেশ করেন। বাজেট ভাষণে অর্থমন্ত্রী তুলে ধরেন বিভিন্ন প্রকল্পে এবং বিভিন্ন ক্ষেত্রে কি কি উন্নয়ন ঘটানো হয়েছে এবং আগামী দিনের রূপরেখা। তিনি বলেন ২০১৮-১৯ অর্থবছর থেকে রাজ্যে দুই লক্ষ ৪৬ হাজার ৩৩৯ জন কৃষক প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনার আওতায় সুবিধা পেয়েছেন। রাজ্য সরকারের ধানের ক্রয়মূল্য কেজি প্রতি কুড়ি টাকা, ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২১ থেকে ৮৩ পয়সা করা হয়েছে যা ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে কার্যকর হয়েছে। প্রাণিসম্পদ বিকাশ ,মৎস্য ,শিক্ষা ,উচ্চ শিক্ষা ,যুব বিষয়ক ক্রীড়া, স্বাস্থ্য, খাদ্য দপ্তরে নেওয়া কর্মসূচি গুলি এবং আগামী পরিকল্পনাগুলিও বাজেট ভাষণে উঠে আসে অর্থমন্ত্রীর। এদিন বাজেট ভাষণে আরো বলেন মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা প্রতিটি নাগরিকের জীবনে সদর্থক প্রভাব ফেলবে রাজ্য সরকার রাজ্যের সব অংশের মানুষের স্বাস্থ্য পরিষেবাকে সুদৃঢ় করে তোলার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে ।২০২৪- ২৫ অর্থবর্ষে এ জি এম সি ও জিপিপি হাসপাতাল পরিসরে ২০০ শয্যা মাল্টি কেয়ার স্বাস্থ্য ইউনিট নির্মাণ করা হবে।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস