আগরতলা : প্রায় ৫০০ বছরের অপেক্ষার অবসান হয় ২২ জানুয়ারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করলেন রাম মন্দিরের।একই সঙ্গে প্রতিষ্ঠা হয় রাম লালার। রাম মন্দির উদ্বোধন হওয়ায় দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টির তরফে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ধন্যবাদ চিঠি প্রেরণ করা হয় ডাকঘরের মাধ্যমে।পাশাপাশি আগরতলা পুর নিগম সহ বিভিন্ন প্রতিষ্ঠান ধন্যবাদ পত্র পাঠিয়েছে প্রধানমন্ত্রীকে পোস্ট অফিসের মাধ্যমে। এবার অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করার জন্য দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশনের বোর্ড সদস্যরা পত্র পাঠালেন। শনিবার আগরতলা প্রধান ডাকঘরে গিয়ে তারা চিঠি প্রেরণ করেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশনের চেয়ারম্যান টুটন দাস। তিনি বলেন, রামকে প্রতিষ্ঠা করতে গিয়ে ৫০০ বছর লড়াই করতে হয়েছে। প্রধানমন্ত্রী ৫০০ বছরের লড়াইয়ের অবসান ঘটিয়ে অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন।