আগরতলা : শহরবাসীর প্রত্যাশা অনুযায়ী আগরতলা শহরকে যানজট মুক্ত ও শহরকে সুন্দর রাখার জন্য কাজ করে চলেছে বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগম। মেয়র দীপক মজুমদারও প্রতিনিয়ত উন্নয়ন মূলক কাজ গুলি পরিদর্শন করেন। শনিবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার নিগমের ২০ নম্বর ওয়ার্ড-র বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, সমাজসেবী সঞ্জয় সাহা সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। মেয়র জানান তুলসিবতী স্কুলের পেছনের দিকে কিছু দোকান অবৈধ ভাবে ব্যবসা করে চলেছেন। তাদের সঙ্গে কথা বলা হয়েছে। সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। অন্যত্র ব্যবস্থা করা হবে। পাশাপাশি স্কুলের উল্টোদিকে থাকা কিছু দোকানও রয়েছে সরকারি জায়গায়।তাদের সরানো নিয়ে আদালতে মামলা হয়েছিল। অবশেষে আদালত রায় নিগমের পক্ষেই সিদ্ধান্তের পক্ষে মত দেয়।মেয়র জানান দোকান গুলি সেখান থেকে সরিয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে কভার ড্রেনের উপরে অস্থায়ী ভাবে বসানো হবে। পরে আগের জায়গায় নিয়ে যাওয়া হবে। পাশাপাশি জ্যাকশন গেট এলাকাও পরিদর্শন করেন মেয়র। নেওয়া হয় বিভিন্ন পরিকল্পনা যানজট মুক্ত শহর রাখার জন্য।