রাজধানীতে মিছিল- সভা তিন বাম সংগঠনের

আগরতলা : শ্লোগান শ্লোগানে মুখরিত আগরতলা শহর বুধবার বেশ কিছু সময়ের জন্য চলে গিয়েছিল কৃষক, জুমিয়া ও ক্ষেত মজুরদের দখলে।দীর্ঘ সময়ের বঞ্চনার জবাব চাইতে রাজ্য কৃষক সভা, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ ও ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের আহুত বিধানসভা অভিযানে নেমেছিলেন রাজ্যের অন্নদাতারা।শহরে মিছিল শেষে স্বামী বিবেকাননদ ময়দানের সামনে সভা হয়। বুধবার পুলিশ বিবেকানন্দ ময়দানের সামনে মিছিলের গতি রোধ করে।সেখানে অন্নদাতাদের সভায় বক্তৃতা করতে গিয়ে কৃষকসভার সম্পাদক পবিত্র কর বলেন রাজ্যের কৃষকদের অবস্থা এক ভয়াবহ রূপ ধারণ করেছে।একই অবস্থা জুমিয়াদেরও।কৃষি ক্ষেত্রে কাজ নেই, ফলে ক্ষেত মজুররাও বেকার।দীর্ঘ সময় ধরে বিজেপি আইপি এফ টি সরকার রাজ্যের সরকারের নিরব দর্শকের ভূমিকায়। কৃষক,জুমিয়া ও ক্ষেত মজুররাও সংকটে ।তাই সরকারের ঘুম ভাঙাতে রাজ্য কৃষক সভা,ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ ও ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন যৌথভাবে বুধবারের বিধানসভা অভিযানে নেমেছে।

গণমুক্তি পরিষদের সম্পাদক রাধা চরণ দেববর্মা বলেন রাজ্যে কাজ না পেয়ে খেদাছড়া দামছড়া থেকে মানুষ মিজোরাম গিয়ে মুনির(দৈনিক মজুর)কাজ করছেন।তিনি তিপরা ল্যান্ডের দাবিদারদের তীব্র সমালোচনা করে বলেন এরা বুঝতে পেরেছেন এটা হবে না তাই তাদের ও বিজেপির নেতারা কাজ না করে টাকা উপার্জন করতে অল্প সল্প রেগার কাজেই থাবা বসাচ্ছে।চারদিকে হাহাকার চলছে।নিরন্ন চলেছে।কি করছেন বিরোধী দলের নেতা ও তিপরা ল্যান্ডের সমর্থকরা? রোমান হরফে নিয়ে কি করছেন? ভিলেজ কমিটির নির্বাচন হচ্ছে না কেন? এই প্রশ্ন তোলেন রাধাচরণ দেববর্মা।

 

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র