আগরতলা : সোশ্যাল মিডিয়া থেকে তিনি বহুদূরেই থাকেন এমএস ধোনি। তাঁর আপডেট পাওয়া যায় কোনও ভাইরাল ভিডিয়ো থেকেই। বলতে গেলে ধোনি নিজে কিছু পোস্টই করেন না। সে ফেসবুক হোক বা টুইটার হোক । কিংবদন্তি বিশ্বকাপ জয়ীর ফেসবুক জুড়ে থাকে শুধুই পেইড পার্টনারশিপের পোস্ট! অর্থাৎ যা বাণিজ্য়িক এবং বিজ্ঞাপন সংক্রান্ত। এহেন ধোনিই সোমবার সন্ধ্য়ায় ঝড় তুললেন ফেসবুকে। বারো শব্দের এক পোস্টেই শুরু হয়ে গেল জল্পনা। আইপিএল ২০২৪ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। ঠিক তার আগেই, চেন্নাই সুপার কিংসকে পাঁচবার আইপিএল দেওয়া অধিনায়ক নিজেকে নিয়ে রহস্য় বাড়ালেন। ধোনি লেখেন, ‘নতুন মরসুম ও নতুন ভূমিকার জন্য় তর সইছে না। সঙ্গে থাকুন!’
ধোনির ফেসবুক পোস্টের পরেই নেটপাড়ায় ছড়িয়ে পড়ে তাঁর আগামী নিয়ে জল্পনা। কারোর মতে ধোনি হয়তো আর খেলবেন না। তাঁকে দেখা যাবে সাপোর্ট স্টাফ হিসেবে। কেউ মনে করছেন ধোনি হয়তো আইপিএল থেকে অবসর নিয়ে ফেললেন। কেউ আবার এও ভাবছেন যে, বেটিং অর্ডারে হয়তো তাঁকে উপরের দিকে দেখা যাবে। ধোনি ঠিক কী করতে চলেছেন, তা একমাত্র তিনিই ভালো বলতে পারবেন। তবে ধোনির পরবর্তী পোস্ট বা তাঁর মাঠে নামা না পর্যন্ত জল্পনা চলতেই থাকবে। কারণ মানুষটার নাম ধোনি। আসমুদ্র হিমাচলকে আজও যিনি উদ্বেল করতে পারেন। আগামী ২২ মার্চ সিএসকে ও আরসিবি ম্যাচ দিয়েই আইপিএলের পর্দা উঠছে চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে। দেখা যাক ধোনি মাঠে না ডাগআউটে থাকেন স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে!