জাতীয় লোক আদালত ঘিরে ভালো সাড়া

আগরতলা : চলতি বছরের প্রথম জাতীয় লোক আদালত বসে শনিবার। সাড়া দেশের সঙ্গে রাজ্যেও হয় লোক আদালত। ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের তরফে হাই কোর্ট সহ জেলা- মহকুমা আদালত চত্বরে বসে লোক আদালত। বহু মামলার নিস্পত্তি হয় জাতীয় লোক আদালতের মাধ্যমে বলে জানান আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী।তিনি জানান এদিন হাইকোর্টে ৫১ টি মামলা নেওয়া হয়।একদিনের জাতীয় লোক আদালতে সারা রাজ্যে ৪৩ টি বেঞ্চ বসে। প্রায় ১৮ হাজারের উপরে মামলা নিস্পতির জন্য তোলা হয়। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫,১৮৫ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ১৩,০৬৮ টি মামলা রয়েছে। জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ৩৭৭ টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,৪২৪ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৭৬১ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ১২,১৮৮ টি মামলা, বৈবাহিক বিরোধের ২৭০ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এরমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ আগরতলা আদালত চত্বরে লোক আদালতে সবচেয়ে বেশি ৮টি বেঞ্চ বসে। শিব চতুর্দশী থাকায় লোকজন কোথাও কোথাও কম হলেও ভালো সাড়া পরে লোক আদালত ঘিরে।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল