আগরতলা: দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা হয়। রবিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে হয় এই সাধারণ সভা। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক উত্তম চক্রবর্তী সহ অন্যরা। এদিনের সাধারণ সভায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুস্তক বিক্রেতা ও প্রকাশকরা অংশ নেন। সংগঠনের সম্পাদক উত্তম চক্রবর্তী এদিন সংগঠনের তরফে কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। তিনি জানান বিগত ৫-৬ বছর ধরে রাজ্যের পুস্তক ব্যবসায়ীদের খারাপ অবস্থা চলছে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর বইগুলি বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমে নগদ অর্থের বিনিময়ে বিক্রি করা হতো।এতে পুস্তক ব্যবসা যেমন মুখথুবড়ে পড়েছিল তেমনি ছাত্র-অভিভাবকরাও সমস্যায় পড়তেন। এই সমস্যা নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্ব বিষয়টি তুলে ধরেন। মুখ্যমন্ত্রী তাদের সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। এস সি ই আর টির মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যত বই প্রকাশিত হচ্ছে সেগুলি বাজারজাত করার জন্য দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে এজেন্সি হিসেবে নিয়োগ করা হয়েছে। এতে খুশি পুস্তক ব্যবসায়ীরা। কিভাবে সুষ্ঠু ভাবে এই কাজ সম্পন্ন করা হবে তা নিয়ে আলোচনা হয় এদিনের সভায়।
৫-৬ বছরের সমস্যা মেটায় খুশি পুস্তক ব্যবসায়ীরা
162
previous post