যানজট মুক্ত রাখতে শ্রমিকদের নিয়ে আলোচনা

আগরতলা : আগরতলা শহরে বাড়ছে যানবাহন, বেড়ে চলেছে লোক সংখ্যা।প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়। অভিযোগ কোথাও কোথাও ফুটপাত বেদখল হওয়ার ফলে লোকজন ঠিক ভাবে চলাফেরা করতে পারেন না। এই অবস্থায় আগরতলা শহরকে যানজট মুক্ত করতে আগরতলা পুর নিগম কাজ করে চলেছে। পাশে এগিয়ে এসেছে শ্রমিক সংগঠনও। পথচারীরা যাতে সঠিক ভাবে চলাফেরা করতে পারে সেদিকেও দৃষ্টি দিতে হবে। তবেই শহরকে যানজট মুক্ত রাখা সম্ভব হবে। শ্রমিকদের সচেতনতা কর্মসূচীতে একথা বললেন ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির নেতৃত্ব বিপ্লব কর। শুক্রবার সংগঠনের তরফে সচেতনতা শিবির ও আলোচনা সভা হয় দুর্গাবাড়ি শাখার উদ্যোগে তুলসিবতী স্ট্যান্ডে। সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, শ্রমিক নেতা বিপ্লব কর সহ অনায়ন্য শ্রমিক নেতৃত্ব। আলোচনায় বিভিন্ন বিষয় উঠে আসে। ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন, নাগরিকদের উপর আস্থা ও বিশ্বাস রেখে আগরতলা পুর নিগমের প্রতিনিধিরা কাজ করে চলেছেন। আগরতলা শহরে পরিবর্তনের ছোঁয়া আকাশ ছুঁয়েছে।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী