রাজধানীতে ‘চা জন্য দৌড়’ ওপেন ক্রস কান্ট্রি প্রতিযোগিতা

আগরতলা : ত্রিপুরার চায়ের গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং জনপ্রিয় করে তোলার জন্য এ বছরও ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিবছর এ ধরনের ক্রস কান্ট্রি প্রতিযোগিতার আয়োজন করা হয়।ত্রিপুরা চা উন্নয়ন নিগম এবং ভারতীয় চা বোর্ডের তরফে সোমবার সকালে আগরতলায় হয় ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা । পুরুষ মহিলা উভয় বিভাগে হয় এদিন প্রতিযোগিতা ।এই দৌড় প্রতিযোগিতা রাজধানীর বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর সামনে থেকে এই ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এর সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ।এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যান যথাক্রমে সমীর রঞ্জন ঘোষ ও সন্তোষ সাহা ,নিগমের ম্যানেজিং ডিরেক্টর মানিক লাল দাস, ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ বিশিষ্টজনেরা ।মেয়েদের বিভাগে তিন কিলোমিটার ও ছেলেদের বিভাগে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়। ওপেন ক্রস কান্ট্রি দৌড় শেষে উভয় বিভাগে প্রথম ১০ জনকে আর্থিক পুরস্কার দেওয়া হয়। অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। এদিন ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতাকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় প্রতিযোগীদের মধ্যে ।অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর চা শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ত্রিপুরার চা উন্নয়ন নিগমও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারের পাশাপাশি।

Related posts

Scouts and Guides play vital role in society: CM

হিমাচল প্রদেশের দুর্যোগ মানুষদের পাশে ত্রিপুরা প্রদেশ বিজেপি

Chakma Script and Language Day to be observed on August 7: Ratan Lal Nath