বটতলা শিববাড়ি এলাকা পরিদর্শন মেয়রের

আগরতলা : লোকসভা নির্বাচনের পরেই উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে। রাজধানীর বটতলা শিববাড়ি সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৮ জন ব্যবসায়ীকে বিকল্প ব্যবস্থা করে দেবে পুর নিগম। শুক্রবার শিববাড়ি এলাকা পরিদর্শনে গিয়ে একথা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য,নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা। মেয়র দীপক মজুমদার জানান বহু বছর ধরে বটতলা থেকে দশমীঘাট সড়কে অবৈধ ভাবে লোকজন ব্যবসা করে আসছিলেন। এক বছর আগে তাদের উচ্ছেদ করা হয়েছিল। বিকল্প ব্যবস্থার পরিকল্পনা ছিল। কিন্তু উচ্ছেদ হওয়া ব্যবসায়ীর সংখ্যা ভুল দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন মেয়র দীপক মজুমদার। তা সংশোধন হওয়ায় বর্তমান পুর নিগম সিদ্ধান্ত নিয়েছে তাদের বিকপ্ল ব্যবস্থা করে দেওয়া হবে বটতলা শিববাড়ি সংলগ্ন এলাকায়।

Related posts

আম্বেদকর নিয়ে অমিত শাহ-র মন্তব্যের প্রতিবাদ জানাল তপশিলি জাতি সমন্বয় সমিতি

সেজে উঠছে রাজধানীর অদূরে আল্পনা গ্রাম

২২ দফা দাবি নিয়ে সরব গভর্ণমেন্ট পেনশনাস অ্যাসোসিয়েশন ত্রিপুরা