রেল স্টেশনে আটক গাঁজা সহ ৪ যুবক

আগরতলা : লোকসভা নির্বাচনের মুখেও নেশা পাচারকারীদের তৎপরতা বন্ধ হয়নি।রাজ্য থেকে গাঁজা পাচার অব্যাহত।অভিযোগ রেল- সড়ক পথকে ব্যবহার করে গাঁজা পাচার চালিয়ে যাচ্ছে নেশা কারবারিরা। মাঝে মধ্যে পুলিসের হাতে ধরা পড়ছে তারা। ভেস্তে যাচ্ছে নেশা কারবারিদের পাচার বাণিজ্য।শনিবার ফের বিকেলে পাচারের আগেই আটক শুকনো গাঁজা। আগরতলা রেল পুলিস ও আরপিএফ দূরপাল্লার ট্রেন ছাড়ার আগে তল্লাশি চালায় প্রতিনিয়ত। শনিবার পুলিসের কাছে গোপন খবর আসে কিছু নিষিদ্ধ নেশা সামগ্রী পাচার হতে পারে। সেই খবরের ভিত্তিতে আর পি এফ ও জি আর পি যৌথ ভাবে আগরতলা রেল স্টেশনে তল্লাশিতে নামে। তখনই চার যুবককে দেখে তাদের সন্দেহ হয়। তাদের আটক করে পুলিস। চার জনের মধ্যে দুই জনের বাড়ি আগরতলায়। আর দুইজনের বাড়ি বিহারের বৈশালী জেলায়। চার যুবকের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় শুকনো গাঁজা। পুলিসের প্রাথমিক ধারণা তারা আগরতলা- দেওঘর ট্রেনে করে হয়তো বহিঃরাজ্যে যাওয়ার পরিকল্পনা ছিল। হয়তো বিহারে গাঁজা গুলি নিয়ে যেতে চাইছিল। কিন্তু তা ভেস্তে যায়। চার জনের কাছে উদ্ধার হয় ৪৩ কেজি শুকনো গাঁজা।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন