জিবিতে চিকিৎসা চলছে অগ্নিদগ্ধ বধূর

Screenshot 2024 03 19 19 18 08 121 com.simplemobiletools.gallery.pro edit

আগরতলা : শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধ বধূ জিবি হাসপাতালে চিকিৎসাধীন। মেয়ের জামাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শ্বশুর। রাজ্যে গার্হস্থ্য হিংসার ঘটনা থেমে নেই। আকছার ঘটছে এসব ঘটনা। এবারের ঘটনা মেলাঘরে। অভিযোগ মদমত্ত অবস্থায় বধূকে প্রায়শই নির্যাতন করতো স্বামী। নির্যাতন সহ্য করতে না পেরে বাপের বাড়িও চলে যায় বধূ। অভিযোগ আর মদমত্ত অবস্থায় বাড়ি এসে স্ত্রীর উপরে নির্যাতন করবে না এই প্রতিশ্রুতি দিয়ে বধূকে বাড়িতে সম্প্রতি নিয়ে আসেন স্বামী। অভিযোগ এর পরেও চলে অত্যাচার। অবশেষে শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধ হয় বধূ। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে জিবিতে রেফার করা হয়। বর্তমানে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন বধূ। মেয়ের জামাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অগ্নিদগ্ধ বধূর বাবা।তবে কিভাবে বধূ অগ্নিদগ্ধ হয়েছেন এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

Related posts

Govt committed to provide quality, digital education: CM

ননীগোপাল স্মৃতি ফুটবল আসরে অনূর্ধ্ব- ১৩ ও ১৭ বিভাগে শিরোপা দখল গোমতী জেলার

২০১১ সালে জনগণনার সময় জাতিগত জনগণনার বিরোধিতা করে কংগ্রেস—রাজীব