আগরতলা : লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার জনসম্পর্ক অভিযানে নেমে ব্যাপক সাড়া পেলেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা যান জনজাতি সংরক্ষিত গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রের তিনটি বুথে জনসম্পর্ক অভিযানে যান। ভোটারদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ভোট প্রচার চালান। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বণিক, গোলাঘাটির প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, সিপাহীজলা জেলার উত্তরাংশের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, কাঞ্চনমালা পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার মজুমদার সহ বিজেপির মণ্ডলের কার্যকর্তারা। তাদের সঙ্গে ছিল প্রচুর কর্মী- সমর্থক। এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ভোটারদের বাড়ি যান। সরকারের বিভিন্ন প্রকল্পের কাজের লিফলেট তুলে দেন ভোটারদের হাতে এবং আবেদন জানান নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী বানানোর। পাশপাশি রাজ্যের লোকসভার আসনে বিজেপি প্রার্থীকে জয়ী করার। এদিন গোলাঘাটি বিধানসভার ১০, ১৫ এবং ১৭ নং বুথে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর ভোট প্রচারে ব্যাপক সাড়া পড়ে।