আগরতলা : সনাতন ধর্মের প্রতি নতুন প্রজন্মের ছেলে- মেয়েদের মধ্যে প্রচার প্রসার কম দেখা যাচ্ছে। তাই নতুন প্রজন্মের মধ্যে যাতে ধর্মের প্রতি আকৃষ্টতা বাড়ে ,ধর্ম নিয়ে যাতে তারা সবসময় চর্চা করে, ধর্ম শিক্ষা যাতে নতুন প্রজন্ম মূল্যায়ন করে।শুক্রবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে মহাধর্মসভা অনুষ্ঠানে একথা ব্বলেন বিধানসভার উপাধ্যক্ষ তথা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের প্রধান পৃষ্ঠ পোষক রাম প্রসাদ পাল। তিনি আরও বলেন, ধর্ম যেমন সকলকে রক্ষা করে তেমন ধর্মকে রক্ষা করে রাখা কর্তব্য। ধর্ম রক্ষিত থাকলেই ধর্ম সকলকে রক্ষা করবে। এসব কিছুই গীতার মধ্যে আছে। তাই গীতাকে এদিন তুলে ধরা হয়েছে। রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাধর্মসভা ও সহস্র কন্ঠে গীতা পাঠ করা হয় স্বামী বিবেকানন্দ ময়দানে।ধর্মমহাসভায় ছিলেন পরম পূজণীয় পূর্বময় গোবর্ধন মঠ পুরী পীঠধেশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অধক্ষজানন্দ দেবতীর্থ মহারাজ, অনন্ত বিভূষিত জগৎগুরু মহামণ্ডলেশ্বর স্বামী যতীন্দ্রানন্দ গিরি মহারাজ, শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ পদ্মশ্রী চিত্ত মহারাজ, জগন্নাথ জিও মন্দিরের মঠ রক্ষক ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ।এদিকে সহস্র কণ্ঠে গীতা পাঠ শুনতে মাঠে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী প্রনজিত সিংহরায়, টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সহ অন্যরা। এদিন ধর্মমহাসভা ও সহস্র কণ্ঠে গীতা পাঠ কর্মসূচীকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় সনাতনীদের মধ্যে।
আস্তাবলে সহস্র কণ্ঠে গীতা পাঠ শুনলেন মুখ্যমন্ত্রী
553
previous post