ব্যাঙ্ক একাউন্ট সিজ করা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের

আগরতলা : ভারতীয় জনতা পার্টি নির্বাচনে পরাজয় আঁচ করতে পেরে সমস্ত ধরণের অগণতান্ত্রিক পদ্ধতি উনারা অবলম্বন করে চলেছে। সমস্ত নৈতিকতাকে বিসর্জন দিয়ে গণতন্ত্রকে কবর দেওয়ার জন্যে কিছু সংস্থাকে অপব্যবহার করছে বিজেপি।শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।এদিন প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী তথা কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যরা। সুদীপ রায় বর্মণ এদিন আরও অভিযোগ করেন, সর্বভারতীয় স্তরে কংগ্রেস যাতে নির্বাচনী প্রচার করতে না পারে সেজন্য নির্বাচনের প্রাক মুহূর্তে আয়কর দপ্তরকে লেলিয়ে দিয়ে বেকায়দায় কংগ্রেসকে ফেলার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেসের ১১ টি ব্যাঙ্ক একাউন্ট সিজ করে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, এটা একটা ষড়যন্ত্র। এর প্রতিবাদ জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

Related posts

Govt committed to provide quality, digital education: CM

ননীগোপাল স্মৃতি ফুটবল আসরে অনূর্ধ্ব- ১৩ ও ১৭ বিভাগে শিরোপা দখল গোমতী জেলার

২০১১ সালে জনগণনার সময় জাতিগত জনগণনার বিরোধিতা করে কংগ্রেস—রাজীব