মনোনয়ন দিলেন উপভোটের ইন্ডিয়া জোট প্রার্থী

আগরতলা : শুধু মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও হেমন্ত সোরেনকে জেলে আটকে ইন্ডিয়া জোটের জয় রোখা যাবে না। শুক্রবার এই মন্তব্য করলেন ইন্ডিয়া জোট ত্রিপুরার দুই নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী ও আশিস কুমার সাহার। তাঁরা বলেন কোনো ধমকে চমকে কাজ হবেনা।ভারত ব্যাপী ইন্ডিয়া জোটের মঞ্চ যে শক্ত সমর্থ তা এদিন ইন্ডিয়া জোটের প্রথম মনোনয়ন জমা পড়ার মাধ্যমে প্রমান হল। বিধানসভার রামনগর কেন্দ্রে উপভোটে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে সিপিআইএম এর রতন দাস এদিন মনোনয়ন জমা দিলেন এই কেন্দ্রের রিটার্নিং অফিসার বিপুল দাসের হাতে ।এদিন রাজধানীর দুর্গা চৌমুহনী থেকে ইন্ডিয়া জোটের একটি বিশাল মিছিল সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা ঘুরে অফিস লেনে আসে।মিছিলে সামনের সারিতে বামফ্রন্টের জিতেন্দ্র চৌধুরী,মানিক দে ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ, কংগ্রেসের আশিস সাহা,সুদীপ রায় বর্মণ ছাড়াও কংগ্রেসের অন্যান্য রা। এছাড়াও ছিলেন জোটের অন্যান্য দলের নেতৃত্ব।মিছিলে উপস্থিতির সংখ্যাই ইন্ডিয়া জোটের শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিয়ে গেল । এদিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন আজকের উপস্থিতি জানান দিয়েছে ইন্ডিয়া জোট একসাথে মাঠে নেমে লড়তে প্রস্তুত।এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বেকারের চাকরির জন্য কর্পোরেট প্রেমিক ও কৃষক বিরোধী বিজেপির বিরুদ্ধে।

তিনি এদিন নাম না করে শাসক দলের পশ্চিম আসনের প্রার্থী ও তিপ্রা মথার প্রধানের নাম না করে অভিযোগ করেন, এক প্রার্থী ভোটের সংখ্যা ঠিক করে দিয়ে নিজের ভীতি প্রকাশ করে যাচ্ছেন আরেকজন পরিযায়ী রাজনৈতিক নেতা বিরোধী ভোটারদের বাড়ী থেকে বেরুতে দেবে না বলে নিদান দিচ্ছেন।জিতেন্দ্র চৌধুরী বলেন কোনো কাজ হবে না। আশিস সাহা বলেন শ্রমজীবী মানুষের সামনে এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয়, বিশ্বাসঘাতকতার জবাব ।মানুষ জেহাদ ঘোষণা করার জন্য প্রস্তুত।কোনো চমকানি ধমকানির কাছে ভয় দেখানো যাবে না।মিথ্যাকে হটাতে মানুষের চ্যালেঞ্জ ইন্ডিয়া জোট।দেশের নতুন সরকার মানুষের জন্যেই হবে সেটা মানুষ প্রমান করে দেবে আগামী ১৯ ও ২৬ এপ্রিল।

 

ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক ত্রিপুরায় ইন্ডিয়া জোটের

Related posts

Scouts and Guides play vital role in society: CM

হিমাচল প্রদেশের দুর্যোগ মানুষদের পাশে ত্রিপুরা প্রদেশ বিজেপি

Chakma Script and Language Day to be observed on August 7: Ratan Lal Nath