৭ রামনগর উপনির্বাচনে দিপকেই আস্থা বিজেপির

আগরতলা : ৪০ বছর রামনগরের সেবা করে গেছেন প্রয়াত বিধায়ক সুরজিত দত্ত। তাঁর অবর্তমানে ভারতীয় জনতা পার্টি যে বিশ্বাস ও আস্থা রেখেছেন সেই সম্মান রাখার চেষ্টা করা হবে।রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের জন্য নাম ঘোষণার পরে প্রতিক্রিয়ায় বললেন বিজেপি প্রার্থী তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সঙ্গেই রামনগর বিধানসভা কেন্দ্রের উপভোট হবে। এই উপ-নির্বাচনে ইন্ডিয়া জোট সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে রতন দাসের নাম আগেই ঘোষণা করেছে বিরোধীরা। শুক্রবার ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় কমিটির তরফে নাম ঘোষণা করা হয় উপভোটের জন্য প্রার্থীর। এই কেন্দ্রে লড়াই করবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন দিল্লি থেকে দীপক মজুমদারের নাম ঘোষণার পরেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মেয়র তথা প্রার্থী। কর্মী- সমর্থকরা প্রদেশ বিজেপি অফিসের সামনে বাজি পুড়িয়ে আনন্দে মেতে উঠেন। এদিকে নাম ঘোষণার পরে প্রদেশ বিজেপি অফিসে যান প্রার্থী দীপক মজুমদার। উনাকে শুভেচ্ছা জানান দলীয় কার্যকর্তা- কর্মীরা। পরে প্রতিক্রিয়ায় পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের উপভোটের প্রার্থী দীপক মজুমদার বলেন, তিনি খুবই আনন্দিত। তিনি বলেন, রামনগরের মানুষের প্রত্যাশা বা চাহিদা পূরণে প্রয়াত বিধায়ক যেমন কাজ করে গেছেন, সরকারও কাজ করছে। দীপক বাবু বলেন, যে কাজ গুলি প্রয়াত বিধায়কের করার ইচ্ছে ছিল কিন্তু তিনি করতে পারেননি সেগুলি যেমন করা হবে তেমনি মানুষের সঙ্গে কথা বলে নতুন নতুন কাজ হাতে নেওয়া হবে জয়ী হয়ে আসার পরে।

 

পুর নিগমের দক্ষিণ জোনে বিকাশ মেলা ও সুশাসন শিবিরে সাড়া

Related posts

ড্রাগস সহ ৫ জন গ্রেপ্তার রাজধানীতে

সাড়া জাগিয়ে শুরু হয়েছে যুব সংসদ প্রতিযোগিতা

সরকারকে তিন মাস সময় বেঁধে দিল আত্মসমর্পণকারী বৈরীরা