আগরতলা : ৫৪ রানে জুটমিল কোচিং সেন্টারকে পরাজিত করে ট্রফি ঘরে তুলল ব্লাড মাউথ ক্লাব মহিলা দল। রবিবার আগরতলা এম বি বি স্টেডিয়ামে হয় এিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত আমন্ত্রণমূলক মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইন্যাল ম্যাচ। ফাইন্যাল ম্যাচে জুটমিল কোচিং সেন্টারকে পরাজিত করে শিরোপা নিজেদের ঘরে তুলে নেয় ব্লাডমাউথ ক্লাব মহিলা টিম। ফাইন্যাল ম্যাচে ব্লাড মাউথ ক্লাব ৫৪ রানের ব্যবধানে জুটমিল কোচিং সেন্টারকে পরাজিত করে ট্রফি ঘরে তুলে। ম্যাচ শেষে বিজয়ী ব্লাড মাউথ ক্লাব ও রানার্স জুটমিল কোচিং সেন্টারের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা৷ স্টেডিয়ামে এদিন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, এিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন কুমার লোধ, সচিব সুব্রত দে, পুর নিগমের স্থানীয় কর্পোরেটর সহ অন্যরা। ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে প্রথম থেকে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।