মন্দিরে মন্দিরে হল দোল পূর্ণিমা

আগরতলা : ধর্মীয় রীতিনীতি মেনে রাজধানীর বিভিন্ন মন্দিরে হয় দোল যাত্রা কিংবা দোল পূর্ণিমা। হিন্দু বৈষ্ণবদের উৎসব হল দোল যাত্রা। প্রতিবছরের মতো এবছরও রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দির। আনন্দময়ী আশ্রমে হয় দোল উৎসব। সোমবার প্রথা মেনে হয় পূজা। হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণ করা হয় পূজা শেষে বিভিন্ন মন্দিরে মন্দিরে। আনন্দময়ী আশ্রমের পুরোহিত জানান রাস পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমা, গুরু পূর্ণিমা , ঝুলন পূর্ণিমা ও দোল পূর্ণিমা রয়েছে বছরের বিভিন্ন সময়ে। এর মধ্যে উৎকৃষ্ট হল দোল পূর্ণিমা। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ এই দিনে বৃন্দাবনে রাধিকা ও তাঁর সখীদের সঙ্গে খেলেছিলেন। এর থেকেই নাকি দোলযাত্রা কিংবা দোল উৎসবের সূচনা। ভারতে হোলি কিংবা দোল উৎসব নামে পরিচিত।কথিত আছে রাধাকৃষ্ণ দোল উৎসব করতেন দ্বাপর যুগ থেকে পুস্পরেণু ছিটিয়ে। কিন্তু যুগের পরিবর্তনে সেই জায়গা নিয়েছে আবির।এদিকে এদিনই ছোট বড় সকলে রঙের উৎসবে মাতোয়ারা হন।

Related posts

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস

বাল্য বিবাহ বন্ধ করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান মন্ত্রী টিঙ্কু রায়ের

বর্তমানে রাজ্যে রক্তদান শিবিরের সংখ্যা আগের তুলনায় হ্রাস পেয়েছে—মানিক সরকার