আগরতলা : দীর্ঘ ৪ বছর পরে দিল্লির জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়। আর এই ছাত্র সংসদ নির্বাচনে জয় পায় এসএফআই নেতৃত্বাধীন বাম ছাত্র জোট। জে এন ইউতে এই জয়ে উল্লসিত বাম ছাত্র সংগঠন এস এফ আই ত্রিপুরা রাজ্য কমিটি ও টি এস ইউ কেন্দ্রীয় কমিটি। সোমবার জে এন ইউতে বাম ছাত্র জোটের বিশাল জয়কে অভিনন্দন জানিয়ে দুই সংগঠন কর্মসূচী গ্রহণ করে। এদিন আগরতলা মেলারমাঠ ছাত্র- যুব ভবনের সামনে হয় কর্মসূচী। উপস্থিত ছিলেন ছাত্র নেতা সন্দীপন দেব, সুলেমান আলি, সুজিত ত্রিপুরা, সহ অন্যরা।তারা একে অপরকে লাল আবির লাগিয়ে মিষ্টিমুখ করান।এস এফ আই রাজ্য সম্পাদক অভিযোগ করেন, আর এস এস, বিজেপি ও তাদের ছাত্র সংগঠন জে এন ইউকে গোশালায় পরিণত করতে চেয়েছিল।এ বি ভিপি মাঠে নেমেছিল জে এন ইউকে দখল করার জন্য ।কিন্তু রবিবার জে এন ইউর পড়ুয়ারা বুঝিয়ে দিয়েছেন ফ্যাসিবাদী মতাদর্শের কোন জায়গা নেই জে এন ইউ-র অভ্যন্তরে।সন্দীপন বলেন, এই জয় শুধু জে এন ইউর ছাত্র-ছাত্রীদের জয় নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশজুড়ে যে লড়াই চলছে, এই লড়াইকে শক্তিশালী করার প্রশ্নে মদত জুগিয়েছে। তিনি বলেন এই জয় গণতন্ত্র- মতাদর্শের জয়।
যে এন ইউর জয়ে উতফুল্লিত রাজ্যের বাম ছাত্র সংগঠনের কর্মীরা
365
previous post