ভোটদানে অংশগ্রহণের জন্য সচেতনতা মূলক কর্মসূচী

আগরতলা : ১৮ তম লোকসভা নির্বাচন সামনে।গণতন্ত্রের সবচেয়ে বড় এই উৎসবে বেশি করে ভোটারদের অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে থাকে।গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে প্রতিটি নাগরিকের অংশগ্রহণের জন্য পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচী। বুধবার সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন আগরতলা শাখা ও মুখ্য নির্বাচনী আধিকারিক ত্রিপুরার যৌথ উদ্যোগে এদিন হয় কর্মসূচী টিআইটিতে। উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক শুভাশিস বন্দ্যোপাধ্যায়, টি আই টির অধ্যক্ষ বিজয় কুমার উপাধ্যায়, ডিন ঝুনু দেব্বর্মা, সি ভি সি আগরতলা শাখার আধিকারিক সুদীপ্ত কর সহ অন্যরা।অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে ভারত এবং সাধারণ নির্বাচনের উপর ক্যুইজের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে শুভাশিষ বন্দ্যোপাধ্যায় প্রতিটি নাগরিককে আপোষহীনভাবে ভোট দানের জন্য আবেদন জানান। এদিন ছাত্রছাত্রীদের আদর্শ নাগরিক হিসেবে ভোটদানের জন্য শপথ গ্রহন করানো হয়।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস