আগরতলা : কেন্দ্র ও রাজ্য সরকারের কাজকর্মে খুব খুশি মানুষ। মোদীজির উপরে মানুষের আস্থা রয়েছে। উন্নয়নের নিরিখে ভোটারদের কাছে ভোট চাইছেন। শনিবার বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হয়ে একথা বললেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপ ভোটের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। তিনি আশাব্যক্ত করেন পশ্চিম লোকসভা ও রামনগর বিধানসভার উপভোটে মানুষ বিপুল ভোটে জয়ী করবেন ভারতীয় জনতা পার্টির দুই প্রার্থীকে। বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন দীপক মজুমদার।দলীয় কর্মী- সমর্থকদের নিয়ে তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন গনদেবতাদের কাছে। তাদের কাছে আশীর্বাদ চাইছেন বিজেপি প্রার্থী। শনিবার সকালে বাড়ি বাড়ি ভোট প্রচারে যান প্রার্থী দীপক মজুমদার কৃষ্ণনগর ওল্ড কালি বাড়ি লেনে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করেন। উনার সঙ্গে ছিলেন স্থানীয় কর্পোরেটর ও কার্যকর্তারা। ভোটারদের কাছে প্রচারপত্রও তুলে দেন রামনগর উপভোটের বিজেপি প্রার্থী। প্রচারের ফাঁকে প্রার্থী দীপক মজুমদার বলেন, প্রচারে ভালো সাড়া মিলছে। মানুষ বিজেপি সরকারের কাজকর্মে খুব খুশি। তিনি বলেন, মানুষের মৌলিক সমস্যা গুলি পূরণ করা হবে। সকল অংশের মানুষের কল্যাণে যে কাজ গুলি করার তা করা হবে।এলাকার প্রয়াত বিধায়ক যে কাজ গুলি করার পরিকল্পনা নিয়েছিলেন কিন্তু করে যেতে পারেননি সেগুলি করা হবে অগ্রাধিকারের ভিত্তিতে।