বাইক থেকে পরে আহত মহিলা

আগরতলা : পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক মহিলা। বর্তমানে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে জিবিতে চিকিৎসাধীন মহিলা। শনিবার ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমায়।জানা গেছে সোনামুড়া থানাধিন কুলুবাড়ি কাজিটিলা এলাকার বাসিন্দা মাফুজা আখতার এদিন স্কুলে একটি অনুষ্ঠানে যোগ দিতে ছেলের বাইকের করে যাচ্ছিলেন। পথে দাউদারানী এলাকায় মোটর বাইক থেকে পরে যান বয়স ৪৫-র মহিলা। সঙ্গে সঙ্গে উনাকে সোনামুড়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জিবিতে রেফার করা হয়।বর্তমানে জিবিতে উনার চিকিৎসা চলছে।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে