কমিউনিস্টকে ত্রিপুরায় এনেছে কংগ্রেস- বিপ্লব

আগরতলা : নলছড় বিধানসভা কেন্দ্রে বিপ্লবের হাত ধরে রাজ্যের প্রধান বিরোধী দলে বড় ধরণের ধস। একসঙ্গে ১ হাজার ভোটার শামিল হলেন গেরুয়া শিবিরে। প্রতিদিন সকাল থেকে প্রচারে বেরিয়ে পড়ছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। পদযাত্রা, জনসভা করছেন বিভিন্ন জায়গায়। রবিবার বড় ধরণের যোগদান সভা হয় বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে নলছড় বিধানসভা এলাকায়। এদিন নলছড় মণ্ডলের তরফে স্থানীয় দশমীঘাট ময়দানে হয় যোগদান সভা। এতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, বিধায়ক কিশোর বর্মণ, প্রাক্তন বিধায়ক সুভাষ চন্দ্র দাস, সিপাহীজলা জিলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিজেপি জেলা- মণ্ডল সভাপতি সহ অন্যরা। এদিনের সভায় প্রায় এক হাজার ভোটার সিপিএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। যোগদানকারীদের বরণ করে নেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যরা। এদিনের এই যোগদানের মধ্য দিয়ে প্রধান বিরোধী দল সিপিএম লোকসভা ভোটের মুখে পশ্চিম আসনে বড় ধাক্কা খেল বলে মনে করছেন রাজনৈতিক মহল। এদিকে সভায় প্রার্থী বিপ্লব দেব আলোচনা করতে গিয়ে বাম-কংগ্রেসের সমালোচনা করেন। তিনি বলেন, সমীর বর্মণদের কারণে কমিউনিস্টরা এসেছে ত্রিপুরায়।তিনি অভিযোগ করেন, দীর্ঘ ২৫ বছর রাজ্য শাসন করে কমিউনিস্টরা দুইটি কাজ করেছে। একটি হল নিজেদের পার্টি অফিস নির্মাণ করেছে। অপরটি হল তাদের দলকে বড় করেছে। বিপ্লব বাবু মন্তব্য করেন, কমিউনিস্টের আর শেষ রক্ষা হবে না। ত্রিপুরার মানুষ কেন কমিউনিস্ট পার্টি করবে? কি করেছে কমিউনিস্টরা রাজ্যের মানুষের জন্য? এই প্রশ্ন এদিন ছুঁড়ে দেন বিপ্লব কুমার দেব। বিধানসভার মতো লোকসভাতেও যাতে ৯০ শতাংশের উপরে ভোট হয় সেই আহ্বান ভোটারদের কাছে রাখলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব। এদিনের যোগদান সভায় ভারতীয় জনতা পার্টির কর্মী- সমর্থকদের অংশ গ্রহণও ছিল ব্যাপক। বেশ উৎসাহ লক্ষ্য করা যায় তাদের মধ্যে।

Related posts

রাজধানীতে নিজ বাড়িতে নির্মীয়মাণ শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে মৃত্যু এক ব্যক্তির

সদস্যপদ সংগ্রহে নামলো সারা ভারত কৃষকসভা

শিক্ষককে স্কুলের ভিতরে শারীরিক নিগ্রহের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি