আগরতলা : চোরের উৎপাত বেড়েই চলেছে আগরতলা শহরে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। এবার রাতের বেলা চুরি করতে এসে বাড়ির লোকজনের চিৎকারে পালাল চোরের দল।ঘটনা আগরতলা রামনগর ৮ নম্বর রোড এলাকায়। জানা গেছে বুধবার মাঝ রাতে ৫ জনের চোরের দল হানা দেয় স্থানীয় বাসিন্দা আশিস রায়ের বাড়িতে। চোরেরা গ্রিলের জানালার রড ভেঙে ফেলে। তখন ঘরে জেগে থাকা আশিস বাবুর স্ত্রী শব্দ পেয়ে যান। তারা খোঁজাখুঁজি করতেই দেখেন জানালার রড খুলছে চোরেরা। উনারা চোর চোর বলে চিৎকার করতেই দৌড়ে পালিয়ে যায় চোরের দল। আশিস বাবু ও উনার স্ত্রী অভিযোগ করেন, রাতে বিভিন্ন থানার পুলিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি। অভিযোগ একটি ফনেও রিং করেনি। মনে হয়েছে রিসিভার তুলে রেখে দিয়েছে। এতে তারা উষ্মা প্রকাশ করেন।
রাতের বেলা পুলিসের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠছে
179
previous post