আগরতলা : জননেতা বলতে যা যা গুণাবলী দরকার সবই ছিল প্রয়াত বিধায়ক দিলিপ সরকারের মধ্যে।নিজের জায়গা বিক্রি করেও মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিতেন। সরকারের মাধ্যমে যদি প্রয়াত বিদ্ঘায়কের স্বপ্ন গুলি পূরণ হয় তাহলে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে দিলিপ সরকারের প্রতি। বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক দিলিপ সরকারের প্রয়াণ দিবসে রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বাধারঘাট বিধানসভার সকলের প্রিয় ছিলেন বিধায়ক দিলিপ সরকার। মানুষের সুখ-দুঃখে পাশে থাকতেন তিনি। প্রয়াত বিধায়ক দিলিপ সরকারের মৃত্যু দিবসে উনার পরিবার বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে থাকে। এবছর পঞ্চম প্রয়াণ দিবসে প্রয়াত বিধায়কের নিজ বাসভবনে হয় ফের রক্তদান শিবির।অনুষ্ঠান শুরুতে প্রয়াত বিধায়কের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রয়াত বিধায়কের বোন তথা এই কেন্দ্রের বর্তমান বিধায়িকা মিনা রানী সরকার, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যরা। এদিন শিবির ঘিরে ভালো সাড়া দেখা যায় রক্তদাতাদের মধ্যে। এলাকার প্রচুর মানুষ অংশ নেন রক্তদান শিবিরে।
প্রয়াত বিধায়কের স্মরণে রক্তদানে মুখ্যমন্ত্রী
114