৮০০-র মতো ঘরের ক্ষতি হয়েছে ঝড়ে

IMG 20240401 WA0412

আগরতলা : দুই দিনের কালবৈশাখী ঝড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ৮০০- র মতো ঘর বাড়ি ক্ষতি হয়েছে। প্রায় ৫০ টির মতো বাড়ি সম্পূর্ণ নষ্ট হয়েছে। সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে। উপস্থিত ছিলেন রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব প্রদীপ আচার্য, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির স্টেট প্রজেক্ট অফিসার শরৎ দাস। সচিব জানান, ঝড়ে দুই শতাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্ন ঘটেছে। গাছ কিংবা বিদ্যুৎ খুঁটি ভেঙে অনেক জায়গায় রাস্তা বন্ধ ছিল। তিনি জানান, যাদের সম্পূর্ণ ঘর ভেঙ্গেছে তাদের আর্থিক সাহায্য করা হয়েছে প্রশাসন থেকে নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনে। অন্যদের আর্থিক সাহায্য করা হবে। তিনি জানান, যেসব জায়গায় রাস্তা বন্ধ ছিল সেগুলি পরিষ্কার করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ পরিষেবা ৫০ শতাংশের মতো জায়গায় স্বাভাবিক করে দেওয়া হয়ে গেছে। বাকি জায়গায় কাজ চলছে। সোমবার রাত কিংবা মঙ্গলবার সকালের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। ফসলের যে ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ চলছে। সচিব জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের তরফে অর্থের কোন অভাব নেই।

Related posts

CM directs timely completion of road, drain works in Agartala

৬০ শতাংশ বৈধ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দেন না–বিদ্যুৎমন্ত্রী

আগরতলা- সানওয়াল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন চালু হল রবিবার