ত্রিপুরা ব্যাম্বো বেইসড হ্যান্ডিক্রাফটস ম্যানুফ্যাকচারাস এন্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের তরফে সাংবাদিক সম্মেলন

আগরতলা : বর্তমানে চুড়াইবাড়িতে পণ্যবাহী গাড়িতে চেকিং এর নামে চলছে বিভিন্ন প্যাকেটে কাটা ছেঁড়া। এর ফলে সমস্যায় পড়ছেন বাঁশ- বেতের সঙ্গে যুক্ত উৎপাদনকারী ও সরবরাহকারীরা। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করেন ত্রিপুরা ব্যাম্বো বেইসড হ্যান্ডিক্রাফটস ম্যানুফ্যাকচারাস এন্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্ব। তাদের অভিযোগ বাঁশ বেতের সামগ্রী বাইরে পাঠানো হলে নেশা সামগ্রীর আছে কিনা তা যাচাই করতে গিয়ে প্যাকেটগুলি কাটা ছেঁড়া কড়া হচ্ছে চুরাইবাড়িতে। ফলে সমস্যায় পড়ছেন উৎপাদনকারী ও সরবরাহকারীরা। তাই তারা বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে যেসব মাল নষ্ট করা হচ্ছে সেগুলি ক্ষতিপূরণ দেওয়া, রাজ্য সরকারের পক্ষ থেকে বাঁশ বেতের সামগ্রির সরবরাহের ব্যবস্থা করা, অবিলম্বে চোরাইবাড়ির চেকপোষ্টে পণ্যবাহী প্যাকেট কাটাছেঁড়া বন্ধ করার। কারণ সমস্ত বৈধ কাগজপত্র দিয়ে মাল পাঠানো হচ্ছে বলে তাদের দাবি ।এছাড়া তাদের মধ্যে রয়েছে রেলওয়ে ও এয়ারপোর্ট এর মত উন্নত মানের চেকিং এর ব্যবস্থা করার।এখন দেখার সংগঠনের নেতৃত্বের দাবির প্রতি সরকার কতটুকু নজর দেন।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে