আগরতলা : রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর পাশাপাশি ইন্ডিয়া জোট সমর্থিত সিপিএম প্রার্থীও ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন। বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি গণদেবতাদের কাছে ভোট চাইছেন মিছিলের মাধ্যমে। হাতে সময় কম। তাই সকলের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নাহলেও মিছিলের মাধ্যমে ভোটারদের কাছে গিয়ে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন সিপিএম প্রার্থী সহ জোটের নেতা-কর্মীরা। তবে যতটুকু সম্ভব ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। শুক্রবার ইন্ডিয়া জোট সমর্থিত সিপিএম প্রার্থীকে নিয়ে বের হয় মিছিল যোগে ভোট প্রচার। এদিন দশমীঘাট এলাকা থেকে বের হয় মিছিল। প্রার্থী রতন দাসের সঙ্গে ছিলেন সিপিএম নেতা শুভাশিস গাঙ্গুলি, কৃষ্ণা রক্ষিত, অমল চক্রবর্তী, শ্যামল দে সহ অন্যরা। প্রচারের ফাঁকে প্রার্থী রতন দাস বলেন, প্রচারে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে। এই নির্বাচনে মানুষ এগিয়ে আসছেন, আগ্রহ দেখাচ্ছেন। মানুষ ভোট দিতে পারলে বিজেপির পরাজয় নিশ্চিত। তিনি অভিযোগ করেন, এলাকায় ৬ বছরে বিজেপি কোন কাজ করেনি। যা কাজ হয়েছে পূর্বতন বাম সরকারের সময়ে। বাম প্রার্থী বলেন প্রচারে পাশাপাশি তুলে ধরা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে নরেন্দ্র মোদীর সরকার যে সর্বনাশ করেছে সেসব বিষয়। তিনি বলেন, মানুষ বুঝতে পারছেন সবচেয়ে দুর্নীতি গ্রস্ত দল ভারতীয় জনতা পার্টি।