আগরতলা : যত বেশি ভোটার বিজেপির বিরুদ্ধে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া-ই হচ্ছে কাজ।এই জায়গায় সমস্ত রকম সঙ্কীর্ণতার ঊর্ধ্বে উঠে উদার দৃষ্টিভঙ্গী নিতে হবে। রাজনৈতিক যে কৌশল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করা হচ্ছে তাকে বাস্তবায়নের জন্য ভূমিকা গ্রহণ করতে হবে। সেই দৃষ্টিভঙ্গী নিয়ে এগিয়ে যাবেন। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে নতুননগর স্কুম মাঠে নির্বাচনী জনসভায় এই আহ্বান রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।এদিনের জনসভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় এস সি ডিপার্টমেন্টের চেয়ারম্যান রাজেশ লিলোটিয়া,পশ্চিম আসনের প্রার্থী আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে মানিক সরকার অভিযোগ করেন বিজেপি বিচার ব্যবস্থাকেও বগলদাবা করার চেষ্টা করছে।বিচারক বাছাইয়ের যে পদ্ধতি তা বিজেপি সরকার মানতে চাইছে না।তিনি বলেন, সঙ্কীর্ণতা ছেড়ে সিপিএম কর্মীদের ঘরে ঘরে যেতে হবে। মানুষের সঙ্গে কথা বলতে হবে বিনয়ের সঙ্গে। মানুষকে বুঝিয়ে জয় করে আনতে হবে।মানিক বাবু ভোটারদের কাছে আহ্বান রাখেন, বিধানসভা নির্বাচনে বড়জলা কেন্দ্রে সিপিএম প্রার্থীকে যত ভোটের ব্যবধানে জয়ী করেছেন তার চেয়ে আরও বেশি ভোটের ব্যবধানে ইন্ডিয়া জোট প্রার্থীকে লোকসভা ভোটে জয়ী করার। তিনি বলেন, দেশকে যারা সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে তাদের পরাস্ত করতে হবে।
নতুননগর স্কুল মাঠে মানিক সরকারের সভা
125
previous post