পূর্ব আসনের বিজেপি প্রার্থীকে জয়ী করার আবেদন মুখ্যমন্ত্রীর

আগরতলা : কংগ্রেস-সিপিএম জমানায় খুন-সন্ত্রাসের রাজত্ব দেখেছে মানুষ। এদের রক্তমাখা হাত এখনও শুখিয়ে যায়নি। বর্তমানে এই দুই দল একসঙ্গে হয়েছে। এদের অশুভ জোট থেকে বাঁচতে হবে। মঙ্গলবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি দেবী দেববর্মণের সমর্থনে দক্ষিণ সোনাইছড়িতে এক সভায় এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থীদের সমর্থনে রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বিভিন্ন জায়গায় জনসভা, রোডশো কিংবা পদযাত্রা করছেন। মঙ্গলবার কৃতি দেবী দেববর্মণের সমর্থনে দক্ষিণ সোনাইছড়িতে নির্বাচনী জনসভা হয়। সেখানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে বিরোধী কংগ্রেস- সিপিএম এ বড় ধরণের ভাঙন। ১১৭ পরিবার বিরোধী দল গুলি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। তাদের বরণ করে নেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপি সভাপতি সুবল ভৌমিক, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক সহ অন্যান্য কার্যকর্তারা। বিশাল জনসভায় মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে কংগ্রেস- সিপিএম এর জোটকে একহাত নেন। তিনি একে অশুভ জোট বলে আখ্যা দেন। তিনি মন্তব্য করেন সিপিএম নেতারা জোটের কারণে এখন লাল টুপি ছেড়ে অন্য রঙের টুপি মাথায় দিচ্ছেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এই অশুভ জোট থেকে খুব সাবধান। তিনি বলেন, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য চিন্তা করেন। প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাসের কথা। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী আহ্বান জানান পূর্ব আসনের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার।

Related posts

Centre approves Rs 288.93 Crore flood relief for Tripura

Tripura CM meets Union Ministers Dharmendra Pradhan, Ashwini Vaishnaw

রহস্যজনক মৃত্যু শিবনগরে ভাড়াঘরে কলেজ পড়ুয়ার