মানিক সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিপ্লব কুমার দেব

আগরতলা : রাজ্যে বিজেপি শাসনে অভাবের তাড়নায় সন্তান বিক্রির অভিযোগ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিককে চ্যালেঞ্জ আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবের। অভিযোগ নির্বাচনী জনসভায় বিভিন্ন জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করছেন বিজেপি শাসনে অভাবের তাড়নায় উপজাতি এলাকায় সন্তান বিক্রি করতে বাধ্য হন মা অন্ন জোগাড়ের জন্য। কাজ- খাদ্য নেই। মানিক সরকারের এসব অভিযোগের পাল্টা দিলেন প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মানিক বাবুর অভিযোগ মিথ্যা বলে দাবি করে বলেন যদি এই অভিযোগের একটিও প্রমাণ দিতে পারেন তাহলে বিপ্লব দেব রাজনীতি ছেড়ে দেবেন।প্রার্থীর দাবি ৬ বছরে রাজ্যে এ ধরণের কোন ঘটনা ঘটেনি। বিপ্লব দেবের প্রশ্ন কোন গ্রহে আছেন মানিক সরকার? বিপ্লব দেবের অভিযোগ মিথ্যে কথা বলে রাজনীতি করেছেন মানিক সরকার। তিনি দাবি করেন আরও ১০ বছর আগে যদি নির্বাচনে লড়াই করতেন তাহলে মানিক সরকারদের জামানত জব্দ হয়ে যেত। বিপ্লব দেব অভিযোগ করেন, ত্রিপুরায় যত খুন সন্ত্রাস, ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলি সিপিএম-কংগ্রেসের জমানায় হয়েছে

Related posts

প্রচুর পুলিস-আধা সামরিক বাহিনী মোতায়েন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে

নারিকেলকুঞ্জে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট ২০২৪’র উদ্বোধন

আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিস আপাতত বন্ধ ভিসার দেওয়ার কাজ