আগরতলা : এবারের লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের ফলাফলের উপরে নির্ভর করবে ভারতে গণতন্ত্র থাকবে কিনা, ভারতে সংবিধান বাঁচবে কিনা। সর্বস্তরের মানুষ একটাই কথা বলছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে দেশে গণতন্ত্র বলে কিছু থাকবে না। আর নির্বাচন হবে না। বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে একথা বললেন কংগ্রেস নেতা পীযূষ কান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী, কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ। সাংবাদিক সম্মেলনে আইনজীবী তথা কংগ্রেস নেতা পীযূষ কান্তি বিশ্বাস অভিযোগ করেন, মানুষকে প্রতারিত করে ১০ বছর ধরে ক্ষমতায় নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন ১০ বছর আগে নরেন্দ্র মোদী কালো টাকা উদ্ধার, বছর ২ কোটি বেকারের চাকরি দেওয়ার যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেননি। মানুষ বিশ্বাস করে মোদীকে ভোট দিয়েছিলেন। কিন্তু এই প্রধানমন্ত্রী মিথ্যেবাদী বলে অভিযোগ তাঁর। দুই কোটি চাকরি দেওয়ার কথা থাকলেও ১০ বছরে ১০ লাখ লোকেরও চাকরি হয়নি। এদিন সাংবাদিক সম্মেলনে পীযূষ বাবু দাবি করেন, বিজেপি এবার হারবে ইন্ডিয়া জোট জয়ী হবে।