সাজিয়ে তোলা হয় গেদু মিয়ার মসজিদ

আগরতলা : মুসলিম ধর্মাবলম্বিদের অন্যতম উৎসব হল ইদ উল ফিতর। বৃহস্পতিবার সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও পালিত হবে ইদ উল ফিতর। সকালে রাজ্যের বিভিন্ন জায়গায় মসজিদে মসজিদে হবে নামাজ আদায়। রাজধানীতে কেন্দ্রীয় ভাবে নামাজ আদায় করা হয় শিবনগর গেদু মিয়ার মসজিদে।বুধবার মসজিদ সাজিয়ে তোলা হয়। সকাল থেকে চলে পরিষ্কার করে তোলার কাজ। গেদু মিয়ার মসজিদে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় নামাজ আদায় করা হবে। এতে রাজধানীর মুসলিম ধর্মাবলম্বির লোকজন ছাড়াও বিভিন্ন কারণে রাজধানীতে কর্মরত মুসলিম ধর্মাবল্মবির লোকজন। এক মাস রোজা শেষে আসে খুশির ইদ। এই ইদে ঘরে ঘরে আয়োজন করা হয়ে থাকে রকমারি সুস্বাদু খাবারের। নতুন জামা কাপড় পরে ইদের আনন্দে মেতে উঠেন।

Related posts

এখনও নিয়োগ না করায় ক্ষুব্ধ টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হলেন

মরশুমে দ্বিতীয় জয় অর্জন করলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব

Karyakartas must build strong bonds with people: CM