আগরতলা : পশ্চিম-পূর্ব ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপভোটে ইন্ডিয়া জোট সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানালেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব। সোমবার দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন করেন দলের আহ্বায়ক পরেশ চন্দ্র সরকার সহ অন্যরা। তিনি বলেন, বিরোধীদের ভোট যাতে ভাগ না হয়ে এক জায়গায় থাকে সেজন্য বিজেপি বিরোধী ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে দেশে। পরেশ সরকার অভিযোগ করেন দেশে গত ১০ বছরে মোদী সরকারের আমলে একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্রের রাজত্ব কায়েম হয়েছে। দেশের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র আক্রান্ত। মোদী সরকার দেশের মানুষের স্বাধীনতা অবহেলা করে চলেছে। তাই মোদী সরকারের পতনের জন্য সব বিরোধী রাজনৈতিক দল এক হয়ে ইন্ডিয়া ব্লক গঠন করেছে। তিনি আরও বলেন, শুধু সময়ের অপেক্ষা। এবার বিজেপি সরকারের পতন হচ্ছে। বিজেপি কেন্দ্রের ক্ষমতা থেকে সরে যাওয়া আঁচ করতে পেরে কর্মী- সমর্থকদের মনোবল ধরে রাখার জন্য ৪০০ আসনের স্লোগান দেওয়া হচ্ছে শাসক দলের তরফে বলেও মন্তব্য করেন পরেশ সরকার।
ইন্ডিয়া ব্লক প্রার্থীদের জয়ী করার আহ্বান
152
previous post