ইন্ডিয়া জোট প্রার্থীদের রাজ্যে জয়ী করার আবেদন

আগরতলা : লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি লোকসভা আসনে ইন্ডিয়া জোট সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানালেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য নেত্রী কৃষ্ণা রক্ষিত। মঙ্গলবার সংগঠনের তরফে আগরতলা গান্ধীঘাটে রাজ্য কার্যালয়ে হয় সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী রমণী দেববর্মা, সম্পাদিকা স্বপ্না দত্ত, নারী নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত, কৃষ্ণা দে সহ অন্যরা। সাংবাদিক সম্মেলনে স্বপ্না দত্ত বলেন, বিগত ১০ বছর ধরে আর এস এস পরিচালিত বিজেপি শাসনকালে ভারতবর্ষে আক্রান্ত কৃষক, নারী, শ্রমিক, ব্যবসায়ীরা। আক্রমণ নামিয়ে আনা হয়েছে সব অংশের মানুষের উপরে। তিনি বলেন, ধর্মীয় বিভাজনের নামে যে হানাহানি শুরু হয়েছে তাতে আজকে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই নির্বাচন হচ্ছে মোদী বনাম ভারতের জনগণ। তিনি অভিযোগ করেন মোদী গ্যারান্টির নামে দেশের মানুষকে সবদিকে আক্রমণ করা হয়েছে। তাই দেশকে বাঁচানোর জন্য বিরোধী দলগুলির ঐক্যমতের ভিত্তিতে ইন্ডিয়া মঞ্চ গঠিত হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে মোদী সরকারকে সরানোর জন্য। ত্রিপুরার প্রসঙ্গে টেনে স্বপ্না দত্ত বলেন, ৬ বছরে নারীরা ত্রিপুরায় আক্রান্ত হচ্ছে। তাই বিজেপি জমানাকে সরানো প্রয়োজন। সে কারণে দুই লোকসভা কেন্দ্রে ও রামনগর উপভোটে ইন্ডিয়া জোট প্রার্থীকে জয়ী করার আবেদন রাখলেন তারা।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র