সব ভোট কেন্দ্রে ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা রাখা হয়েছে

আগরতলা : পশ্চিম ত্রিপুরা লোকসভা এলাকায় সরব প্রচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বহিরাগতদের সংশ্লিষ্ট এলাকা ছেড়ে চলে যেতে হবে। বুধবার বিকাল ৫ টার পর পশ্চিম ত্রিপুরা লোকসভা এলাকা ছেড়ে চলে যেতে হবে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। তিনি জানান, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ভোট গ্রহণ ১৯ এপ্রিল।সব ভোট কেন্দ্রে ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের আর.ও, এআর.ও-দের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনে ৪৮ ঘণ্টা আগে যে সকল আচরণ বিধি লাগু হবে সে গুলিকে কার্যকর করার জন্য।পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণের জন্য ১৮ এপ্রিল ভোট কর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রে যান। তিনি জানান আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে ভোট কেন্দ্র গুলিতে সকল ধরনের ব্যবস্থা রাখা হয়েছে যাতে ভোটারদের অসুবিধায় পড়তে না হয়।

Related posts

মরশুমে দ্বিতীয় জয় অর্জন করলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব

Karyakartas must build strong bonds with people: CM

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে লালন উৎসব পালন করা হয়