পোলিং এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ

আগরতলা : বিরোধীদলের পোলিং এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ। ঘটনার খবর পেয়ে ছুটে যান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার, পশ্চিম জেলার পুলিস সুপার কে কিরণ কুমার। শুক্রবার ভোট গ্রহণ শেষে রাতে আগরতলা বিধানসভা কেন্দ্রের নন্দননগর এলাকায় বিরোধী দলের এক পোলিং এজেন্টের বাড়িতে দুষ্কৃতকারীরা আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল নিরাপত্তা বাহিনী নিয়ে সেখানে ছুটে যান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার, পশ্চিম জেলার পুলিস সুপার। তারা যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে অভিযোগ। পশ্চিম জেলার জেলা শাসক তথা রিটার্নিং অফিসার স্পষ্ট বার্তা দেন হিংসার ঘটনা থেকে যাতে বিরত থাকে দুর্বৃত্তরা। এসব ঘটনার সঙ্গে যুক্ত থাকলে ছাড়া হবে না। পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের। ঘটনার সঙ্গে কেউ যুক্ত থাকলে পুলিস প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে