সুবিচার পাবে তো সাগরজিতের পরিবার?

আগরতলা : জিরানিয়া বিদ্যাসাগর কলোনির সাগরজিত দাস হত্যাকাণ্ডে অভিযুক্তরা এখনও পুলিসের ধরাছোঁয়ার বাইরে। তাই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানালেন সন্তান হারা মা ও এলাকার মানুষ। প্রয়োজনে সুবিচারের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন বলে জানান বিদ্যাসাগর কলোনির লোকজন। এক মেয়ের সঙ্গে ভালোবাসাই কাল হল সাগরজিত দাসের। বয়স আনুমানিক ১৭ বছরের সাগরজিত। ১৪ এপ্রিল মেলা থেকে বাড়ি ফেরার পথে জিরানিয়া থানাধিন অফিসটিলা এলাকায় তাকে আটক করে কিছু লোক। সেখানে অমানসিক ভাবে অত্যাচার করা হয়। ঘটনা জানতে পেরে সাগরজিতের মা ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে জিরানিয়া হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে রেফার করেন। জিবিতে আনার পরের দিন অপারেশন করা হয়। কিন্তু বাঁচানো যায়নি তাকে। ঘটনার দুইদিন পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে সাগরজিত দাস। ঘটনা জানিয়ে এদিনই পুলিসে মামলা করেন সাগরের বাবা।ঘটনায় অভিযুক্ত দুইজনকে পুলিস গ্রেপ্তার করেছে। কিন্তু এখনও ৭ জন গ্রেপ্তার হয়নি। মৃতের পরিবার ও স্থানীয়রা চাইছেন অভিযুক্তদের গ্রেপ্তার কঠোর শাস্তি। তারা জানান সুবিচারের জন্য মুখ্যমন্ত্রীর কাছেও যাবেন প্রয়োজনে। এদিকে তাদের অভিযোগ শুভম সূত্রধর নামে এক অভিযুক্তের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে